নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার লালমাই-ময়নামতি প্রকল্পের একটি বাড়ি একটি খামার (এবাএখা) প্রকল্পের বার্ড অংশের গ্রামোন্নয়ন সংগঠনের সভাপতি ও ম্যানেজারদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গতকাল মঙ্গলবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০৫ টি গ্রামোন্নয়ন সংগঠনের সভাপতি ও ম্যানেজারদের মাঝে মাসিক সম্মানী বিতরণ করা হয়।
বার্ড-কুমিল্লার মহাপরিচালক ড. এম মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালমা আক্তার বিউটি, বার্ডের পরিচালক (অর্থনীতি ও ব্যবস্থাপনা) ড. মো. শফিকুল ইসলাম, লালমাই-ময়নামতি প্রকল্পের সহকারী পরিচালক ড. আনোয়ার হোসেন ভূঁইয়া। সভায় প্রকল্পের অধীন সংগঠনসমূহের সভাপতি ও ম্যানেজারদের দৈনন্দিন কার্যাবলী ও করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। পরে তাদের মাঝে মাসিক সম্মানী ভাতা বিতরণ করা হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com