নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা - ৬ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, বাঙ্গালীর যত বড় বড় অর্জন এসেছে তা নৌকায় ভোট দেওয়ার ফলেই এসেছে। বঙ্গবন্ধুকে নৌকায় ভোট দিয়ে বাঙ্গালী স্বাধীনতা পেয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভোট দিয়ে দেশের মানুষ উন্নয়ন পেয়েছে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। ৩০ ডিসেম্বর আবারো নৌকায় দিন, নতুন প্রজন্মকে সমৃদ্ধ বাংলাদেশ দেবেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকালে আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দিঘিরপাড় ঈদগা মাঠে ও সন্ধ্যায় আমড়াতলী ইউনিয়নের রতœাবতী স্কুল মাঠ ও রাতে ১৯ নং ওয়ার্ডের ঢুলিপাড়া পকেট গেইট ও ৬ নং ওয়ার্ডের চকবাজার আলিয়া মাদ্রাসা মাঠ এলকায় পৃথক ৪ টি স্থানে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক ও সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।
এমপি বাহার আরো বলেন,বিএনপি এদেশে উন্নয়ন করেননি,লুটপাট করে দেশকে দূর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল।বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে বিদ্যুৎ মাঝে মাঝে আসত,আর এখন বিদ্যুৎ মাঝে মাঝে যায়। খালেদা জিয়া জনগনকে বিদ্যুৎ দিতে পারেনি, বিদ্যুতের নামে লুটপাট করেছেন তারেক জিয়া। তারেক জিয়া ১৪ হাজার টাকার খাম্বা ৪৭ হাজার টাকা বিক্রি করেেছন। বিদুৎ খাতে সে ৬ হাজার কোটি টাকা লুট করেছেন। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশে আজ বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে। কুমিল্লা সদরে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। কুমিল্লা সদরের ৬ ইউনিয়নে শতভাগ কাজ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন প্রত্যেক গ্রামকে শহরের রুপান্তর করা হবে। সদরের ৬ ইউনিয়ন ইতিমধ্যে উপ-শহরে পরিনত হয়েছে।
গতকাল বিকাল ৪ টায় আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দিঘিরপাড় ঈদগা মাঠে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক ও সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি বাহার । ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক ভূইয়ার সমর্থনে অনান্যও মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু চিত্তরঞ্জন ভৌমিক,যুব ও ক্রীড়া সম্পাদক আনিছুর রহমান মিঠু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল,ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী হুমায়ুর কবীর প্রমুখ।
সন্ধ্যা সাড়ে ৬ টায় এমপি বাহার আমড়াতলী ইউনিয়নের রতœবতী স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। আমড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আনিছুর রহমান মিঠু, আদর্শ সদর উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা.বাকি আনিস, যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাংগীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, মহানগর আওয়ামী লীগের বানিজ্য সম্পাদক ফরিদ আল ফাত্তাহ, সদস্য মোকলেছুর রহমান, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম সাইফুল আলম ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক তোফায়েল আহমেদ,মহানগর সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান পিয়াস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.মিজানুর রহমান হাসু,কুমিল্লা জেলা প্রশাসক কার্য্যলয়ের সাবেক কর্মকর্তা নজরুল ইসলাম,কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল খালেক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাজী বাহার এমপি রাত ৮ টায় নগরীর ১৯ নং ওয়ার্ডের ঢুলিপাড়া পকেট গেইট ও রাত ৯ টায় ৬ নং ওয়ার্ডের চকবাজার আলিয়া মাদ্রাসা মাঠ এলকায় পৃথক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com