নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের সাবেক তিনবারের নির্বাচিত সফল চেয়ারম্যান আলহাজ্ব আলী আহমেদ (বিএ) এর জানাজা নামাজ গতকাল শুক্রবার সকাল ১১ টায় কালিরবাজার ইউপি হাই স্কুল মাঠে, দুপুর আড়াইটায় জাঙ্গালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং বিকাল ৩ টায় কোটবাড়ী মুড়া সালেহিয়া কমপ্লেক্স মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত। প্রত্যেক জানাজা নামাজে শোকার্ত মানুষের ঢল নামে। পরে বিকাল সাড়ে তিনটায় কোটবাড়ী মুড়া শারশীনা খানকা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
শুক্রবার সকাল ১১টায় কালির বাজার ইউপি হাই স্কুল মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের আগে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, আওয়ামী লীগের জাতীয় কার্য নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাছান পাখি, সাবেক এমপি মাহাবুবুর রহমান , কালির বাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.সেকান্দর আলী, শারসিনা শরীফের ড.রুহুল আমীন ও কোটবাড়ী সালেহিয়া কমপ্লেক্স এর পেশ ইমাম মাওলানা আবদুল কাদের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী খোরশেদ আলম, বুড়িচং মোকাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস ছালাম, দূর্গাপুর দক্ষিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওবায়দুল কবীর মোহন, প্রবীন রাজনীতিবিদ আবদুল আজিজ, ওমর আলী প্রমুখ।
এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপি নেতা আবদুর রউফ চৌধুরী ফারুক, মহানগর যুবদলের সেক্রেটারী ইউসুফ মোল্লা টিপু, উপজেলা বিএনপি নেতা শফিকুল আলম রায়হান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবাহান ভূইয়া,সাধারন সম্পাদক মো.ইউনুছ সহ আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ বিশিষ্ট জনেরা অংশ নেন।
দুপুর আড়াইটায় মরহুম আলী আহমেদের দ্বিতীয় জানাজার নামাজ তার নিজ গ্রাম কালিরবাজার ইউনিয়নের শাকতলা সংলগ্ন জাঙ্গালিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে বরুড়া ভবনীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান রেজু,বুড়িচং ময়নামতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, মোকাম ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবদীন সহ বিশিষ্ট জনেরা অংশ নেন। বিকাল ৩ টায় কোটবাড়ী মুড়া সালেহিয়া কমপ্লেক্স মাঠে তৃতীয় জানাজা শেষে বিকাল সাড়ে তিনটায় কোটবাড়ী মুড়া শারসীনা খানকা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য,আলী আহাম্মেদ চেয়ারম্যান গত বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর। তিনি ৬৯ এর গণ-আন্দোলনে নেতৃত্বদান সহ রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে জেলা জুড়ে আলী আহমেদ চেয়ারম্যান এর সুখ্যাতি ছিল। কালির বাজার ইউনিয়নের কিংবদন্তি খ্যান এই বিশিষ্টজনের মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com