আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা পর্যায়ে ৪৮ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল ৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ ।
উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ জাহাঙ্গীর খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূর আলম। বক্তব্য রাখেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কবির আহাম্মেদ। পরিচালনা করেন ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একে এম আসাদুল্লাহ। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। উপজেলা পর্যায়ে ৪৮ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় শশীদল নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩টি প্রতিযোগীতায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। এতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক কর কমিশনার বীর মুক্তিযোদ্ধা এস এম জাহাঙ্গীর ও শশীদল নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com