ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা ঘরিষ্ঠতা পাওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। ইতোমধ্যেই নির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছেন। এখন জল্পনা-কল্পনা চলছে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে। কারা বসছেন গুরুত্বপূর্ণ এসব পদে। তবে সবকিছু ছাপিয়ে জাতীয় সংসদের স্পিকার পদটিতে ফের বসতে যাচ্ছেন ড. শিরীন শারমিন চৌধুরী। তবে ডেপুটি স্পিকার পদে আসতে পারে পরিবর্তন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে আলাপ করে জানা যায়, মন্ত্রিসভার মতো সংসদ উপনেতা ও চিফ হুইপ পদেও নতুন মুখ আসার সম্ভাবনা রয়েছে। তরুণ নেতৃত্বের সমন্বয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভা গঠন করেছেন। তবে সংসদীয় কমিটির সভাপতি পদে দেখা যেতে পারে বিদায়ী মন্ত্রিসভায় অভিজ্ঞ মন্ত্রীদের। এক্ষেত্রে জোট ও বিরোধী দলের এক বা একাধিক সিনিয়র সংসদ সদস্যকে দুই-একটি সংসদীয় কমিটির নেতৃত্ব দেওয়া হতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন নেতা জানিয়েছেন, ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার পদে ফের নির্বাচিত হতে যাচ্ছেন বিষয়টি এখন প্রায় নিশ্চিত। এব্যাপারে তিনি গ্রিন সিগনালও পেয়েছেন বলে সূত্রটি জানিয়েছে। তবে ডেপুটি স্পিকার পদে, এড. ফজলে রাব্বি মিয়ার পরিবর্তে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ একাধিক নাম আলোচনায় এসেছে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারির অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২৫৯টি, জাতীয় পার্টি ২০টি, বিএনপি ৫টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, গণফোরাম ২টি, জাসদ ২টি, বিকল্প ধারা ২টি, তরিকত ফেডারেশন ১টি, জেপি (মঞ্জু) ১টি এবং সতন্ত্র ৩টি আসন পেয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com