ডেস্ক রিপোর্টঃ বৈদেশিক মুদ্রা আয়ে টানা চতুর্থবার শীর্ষস্থান দখলে রেখেছে কুমিল্লার প্রবাসীরা। রোববার দুপুরে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় এ তথ্য জানান কুমিল্লার ডিসি মো. আবুল ফজল মীর।
ডিসি বলেন, আমরা যারা প্রজাতন্ত্রের সেবক। আমাদের কাজ দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, মানুষের কাছে পৌঁছে দেয়া।
এ সময় বৈদেশিক মুদ্রা আয়ে সবচেয়ে বেশি অবদান রাখায় কুমিল্লার হোমনা উপজেলার প্রবাসীদের অভিনন্দন জানান ডিসি মো. আবুল ফজল মীর।
সভায় উপস্থিত ছিলেন এডিসি (সার্বিক) কায়জার মোহাম্মদ ফারাবি, এএসপি মো. আবদুল্লাহ আল মামুন, জেলা সিভিল সার্জন ডা. মজিবুর রহমান, কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দিলিপ কুমার অধিকারী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজিজুর রহমান, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, কুসিক সচিব হেলাল উদ্দিন প্রমুখ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com