মো: ওমর ফারুকঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউপির অস্টগ্রামে জমি দখলকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অস্টগ্রামের এন্দু মিয়ার ছেলে দুলাল মিয়ার বসত ঘরের সামনে জোর পূর্বক জায়গা দখল করতে যায়, একই গ্রামের আলী নওয়াজের ছেলে রুহুল আমিন ,তার ভাই মমতাজ, আব্দুল মতিনের ছেলে গিয়াস উদ্দিন, মমতাজ মিয়ার ছেলে মহিন উদ্দিনসহ ১৫-২০ জনের একটি গ্রুপ মাটি দিয়ে ভরাট করতে গেলে দুলাল মিয়া বাধা দেয়। এ সময় রুহুল আমিন গংদের হামলায় ৪জন আহত হয়। আহতদেরকে এলাকাবাসী উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতরা হলেন, মৃত. নাছির আহম্মদের স্ত্রী জাহেদা বেগম(৪৫), ইউছুপের স্ত্রী খোদেজা বেগম(৩৫),দুলাল মিয়ার স্ত্রী বেবী বেগম(৪০)।এর মধ্যে দুলাল মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ।
এ বিষয়ে অভিযুক্ত মহিনের সাথে কথা বলতে হাসপাতালে গেলে তিনি বলেন, আপনারা হাসপাতাল থেকে চলে যান। পরে কথা হবে।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম পিপিএম জানান,সাংবাদিকদের মাধ্যমে জমি নিয়ে সংঘর্ষ হয়েছে,৩-৪ জন হাসপাতালে ভর্তি আছে ,এমন খবর শুনেছি। থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com