মুরাদনগর সংবাদদাতাঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার আইন শৃংখলার উন্নয়নে এক মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মুরাদনগর থানা কমপ্লেক্সে এ সভার আয়োজন করে মুরাদনগর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম মনজুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) সুপার শাখাওয়াত হোসেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) নাহিদ আহম্মেদের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ সদস্য খাইরুল আলম সাধন, ভিপি জাকির হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন আল রশিদ, ইউপি সদস্য কামাল উদ্দিন, কাজী আবুল খায়ের, প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের প্রমুখ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com