লাকসাম সংবাদদাতাঃ পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে লাকসামে ট্রাফিক পুলিশদের কে সাথে নিয়ে ‘নিরাপদে গাড়ী চালনা, নিরাপদ জীবন’ শ্লোগানে বিভিন্ন যানবাহনে ষ্টিকার লাগান ও একটি কাঁচা ফুলের ষ্টিকার প্রদান কর্মসূচী পালন করা হয়েছে।
রোববার লাকসাম থানার উদ্যোগে কুমিল্লা-নোয়াখালী সড়কের লাকসাম শহরের বাইপাস এলাকায় এ কর্মসূচী উদ্বোধন করা হয়। এ সময় যানবাহনের ড্রাইভারদেরকে নিরাপদে গাড়ী চালনোর জন্য এবং দুর্ঘটনা কমানোর বিষয়ে কাউন্সিলিং করেন।
এসময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, এএসপি (সার্কেল) নাজমুল হাসান, লাকসাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মো: বুরহান উদ্দিন, লাকসাম পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মোঃ আব্দুল আলিম দিদার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টবল, সুশীল সমাজের লোকজন এ মহৎ উদ্যোগে অংশগ্রহণ করেন। এই উদ্যোগ দেখে অনেক যাত্রী, পথচারীগণ সংশ্লিষ্টদেরকে সাধুবাদ জানিয়েছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com