আকবর হোসেনঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কেয়ারী গ্রামে অবস্থিত পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও স্থানীয় এলাবাসী যাতে সালাত আদায় করতে পারে সে জন্য নিজস্ব অর্থায়নে ‘মাব বাসা’ নামে একটি মসজিদ নির্মাণ করে দিয়েছেন সৌদি নাগরিক তালাল বাসা। মসজিদটি নির্মিত হওয়ার পর সৌদি নাগরিক তালাল বাসা সৌদি আরব থেকে মসজিদটি দেখতে আসেন। সম্প্রতি তিনি পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে আসায় তাকে স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি, পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সৌদি আরব প্রবাসী মো: আবুল বাশার ভূঁইয়া, আরেফিন ট্রাভল্স এর এমডি সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন প গ্রাম স্কুল এন্ড কলেজ গর্ভনিং বডির সদস্য মোস্তফা কামাল মেম্বার, ডাক্তার বেলায়েত হোসেন, শাহজাহান ভূঁইয়া, দাতা সদস্য হারুন অর রশিদ, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক আলী আশ্রাফ, বাইশগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওমর ফারুক, বাইশগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিমুল খানসহ আরো অনেকে। পরে সৌদি নাগরিক তালাল বাসা নির্মিত মসজিদটিতে সালাত আদায় করেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com