মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ইলিয়েটগঞ্জ-মুরাদনগর সড়কের হক্কার ব্রিজের পাশে ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয়।
আটককৃতরা হলো, কুমিল্লা জেলার তিতাস উপজেলার রঘুনাতপুর গ্রামের নয়ানী চকের বাড়ীর হোসেন মিয়ার ছেলে মাঈন উদ্দিন(৩৮) ও মিজানুর রহমান মুন্সির ছেলে হযরত আলী(২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, একদল ডাকাত উপজেলার ছালিয়াকান্দি গ্রামের রমনী মোহন দত্তের পুকুরের পাড়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে মুরাদনগর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) নাহিদ আহাম্মেদ ও এসআই কবিরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ দেশীয় তৈরী একটি এলজি, দশ রাউন্ড কার্তুজ, একটি গাছ কাটার করাত উদ্ধার করে। এসময় মাঈন উদ্দিন ও হযরত আলীর নামে দুই ডাকাতকে আটক করে।
এ বিষয়ে মুরাদনগর থানার পুলিশ পরির্দশক (ওসি) একেএম মনজুর আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মুরাদনগর ও তিতাস থানায় একাদিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাদির প্রস্তুতির ও অস্ত্র আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আটককৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com