মো.জাকির হোসেনঃ কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ রোববার রাতে উপজেলার পশ্চিমসিংহ এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর আবু ইউসুফ ফসিউজ্জামান জানান, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে রোববার রাত ৯ টায় দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই মোহাম্মদ শাহিন কাদির, এ এস আই দেলোয়ার হোসাইন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পশ্চিমসিংহ এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো পশ্চিমসিংহ এলাকার ইউনুছ মেম্বারের বাড়ীর মোঃ শফিকুল ইসলামের ছেলে এরশাদ (২৭), ও পারুয়ারা এলাকার মৃত মনজু মিয়ার ছেলে আল আমিন (২৫)।
পুলিশ আটককৃত আসামীদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com