ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা ঝাউতলা পানি উন্নয়ন বোর্ড সড়কের মাঝে চলন্ত অবস্থায় একটি মিশুক থ্রী হুইলারে আগুন লেগে যায়। এ সময় থ্রী হুইলার আরোহী মো.কামাল উদ্দিন আহম্মেদ (রাজা কামাল), থ্রী হুইলার ছেড়ে দৌড়ে রাস্তার পাশে গিয়ে বেঁচে যান।
বাংলাদেশ আওয়ামী ওলামালীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো.কামাল উদ্দিন আহম্মেদ (রাজা কামাল) জানান, তিনি জানান ৭০ হাজার টাকা দিয়ে শখের বসে মিশুক থ্রী হুইলারটি কিনেন। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটায় তিনি কান্দিরপাড় থেকে ফৌজদারী হয়ে পানি উন্নয়ন বোর্ড সড়কের মাঝে আসলে থ্রী হুইলারের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চলন্ত অবস্থায় তার মিশুক থ্রী হুইলারটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় তিনিসহ উপস্থিত সাধারণ মানুষ পানি ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে উল্টো আগুনের লেলিহান শিখা আরো বেড়ে যায়।
খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের দু’কর্মী আগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকল বাহিনীর দুটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুন নিয়ন্ত্রনে আনতে পারলেও ততক্ষনে মিশুক থ্রী হুইলারটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।
সূত্রঃ আমাদের সময়
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com