ডেস্ক রিপোর্টঃ চতুর্থ ধাপের ১২২টি উপজেলা পরিষদ নির্বাচনের দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। তবে আগের সিদ্ধান্ত অনুযায়ী এসব উপজেলায়ও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থিতা উন্মুক্ত রেখেছে ক্ষমতাসীন দলটি।
শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব উপজেলায় দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে দেশের ১২২টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
কুমিল্লায় ১৩ উপজেলায় চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেনঃ
এ এন এম মইনুল ইসলাম (বরুড়া),
হাজী জাহাঙ্গীর খান চৌধুরী (ব্রাক্ষনপাড়া),
এড. আবুল হাশেম খান (বুড়িচং),
তপন বক্সী (চান্দিনা),
মোঃ আব্দুস সোবহান ভুঁইয়া (চৌদ্দগ্রাম),
আলহাজ্ব জয়নুল আবেদিন (দেবীদ্বার),
রেহেনা মজিদ (হোমনা),
এড. ইউনুস ভূঁইয়া (লাকসাম),
রতন শিকদার (মেঘনা),
জাকির হোসেন (মনোহরগঞ্জ),
ড. আহসানুল আলম সরকার কিশোর (মুরাদনগর),
সামছুউদ্দীন কালু (নাঙ্গলকোট),
মোঃ শাহিনুল ইসলাম সোহেল সিকদার (তিতাস)
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com