ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার চান্দিনায় অগ্নিকান্ডে ২টি বসত ঘর ভষ্মিভূত হয়েছে। শনিবার (২ মার্চ) বিকেলে চান্দিনা পৌরসভার ৭নং ওয়ার্ড ছায়কোট হোরেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিগ্রস্থ হয়।
ক্ষতিগ্রস্থ আব্দুল কাদের সরকার জানান, গত সপ্তাহের টানা বর্ষণে জমি থেকে আলু উঠাতে পারি নাই। শুক্রবার থেকে মাঠে আলু উঠানোর কাজ শুরু করি। শনিবার ঘরের দরজায় তালা ঝুলিয়ে স্ব-পরিবারে জমিতে আলু উঠাতে যাই। বিকাল সাড়ে ৩টায় হঠাৎ খবর পাই আমার ঘরে আগুল জ্বলছে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা একে একে আমার ২টি বসত ঘরে ছড়িয়ে পড়ে। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও ততক্ষণে আমার ২টি ঘর পুড়ে যায়।
এসময় নগদ এক লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, ফ্রিজ-টিভি আসবাবপত্র সহ অন্তত ১০ লাখ টাকার ক্ষতি গ্রস্থ হয় তিনি।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) সফিক উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com