মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার গোমতি নদী থেকে এক কিশোরীর(১৮) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার কেন্দ্রিয় কবরস্থান সংলগ্ন গোমতি নদী থেকে লাশ উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোমতি নদী দিয়ে একটি লাশ ভেশে যাচ্ছে স্থানীয়রা দেখতে পেলে পুলিশকে খবর দিলে মুরাদনগর থানার এসআই নূর নবীর নেতৃত্বে একদল পুলিশ কবরস্থান এলাকা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেকে) প্রেরন করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনজুর আলম বলেন, হত্যা করে লাশটি নদীতে ফেলা হয়েছে। লাশের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কাটা চিহ্ন পাওয়া গেছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com