বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধিঃ সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র বুড়িচং উপজেলা নিবার্হী কর্মকর্তা ইমরুল হাসান ও উপজেলা সহকারি রিটার্নিং অফিসার,নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লার নিকট দাখিল করেন। বুড়িচংয়ে ভাইস চেয়ারম্যান পদে ৭ জন,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।
সকালে আ’লীগের মনোনীত প্রার্থী,উপজেলা আ’লীগের আহবায়ক জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড.আবুল হাশেম খাঁন দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র উপজেলা নিবার্হী কর্মকর্তা ইমরুল হাসান ও উপজেলা সহকারি রিটার্নিং অফিসার,নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লার নিকট দাখিল করেন।
দুপুরে স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি,বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক মো:আখলাক হায়দার চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলো মোকাম ইউনিয়নের নিমসার গ্রামের মো:গোলাম ফারুক,বুড়িচং উপজেলা সদরের মতিউর রহমান খাঁন রুমেল ,একই এলাকার মতিউর রহমান আলী,ষোলনল ইউনিয়নের রামনগর গ্রামের মো:আলমগীর হোসেন,খাড়াতাইয়া গ্রামের মো:জসীম উদ্দিন,গাজীপুর গ্রামের মো:বিল্লাল হোসেন,বুড়িচং সদরের মো:ইকবাল হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান হলো সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান,উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী বুড়িচং উপজেলা সদরের নাদেরা পারভীন আক্তার,উপজেলা মহিলা আ’লীগের সেক্রেটারি ও রামপুর গ্রামের সালমা আক্তার পারভীন, বুড়িচং উপজেলা সদরের পান্না আক্তার।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com