মারুফ আহমেদঃ কুমিল্লার হোমনায় মেসার্স হাজি মো. আহাম্মদ আলী কনস্ট্রাকশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের রাস্তায় চলাচল নিষিদ্ধ বালুবাহী ট্রাক্টরচাপায় ফাহিম (৬) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত ফাহিম উপজেলার কলাকান্দি গ্রামের মো.সোহেলের ছেলে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলার হোমনা উপজেলায় মেসার্স হাজি মো. আহাম্মদ আলী কনস্ট্রাকশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের রাস্তায় ট্রাক্টরটি কলাকান্দি গ্রামের নতুন রাস্তা ভরাটের জন্য বালু আনা-নেওয়া করছিল। শিশুটি সকালে বাড়ি থেকে বেড়িয়ে নতুন রাস্তায় এলে ট্রাক্টরটি শিশুটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্বজনরা দ্রুত উদ্ধার করে শিশুটিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। থানা অফিসার ইনচার্জ (তদন্ত) কাজী নাজমুল হক বলেন আমরা খবর নিচ্ছি। চালকের খোঁজখবর পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com