ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার বরুড়ায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামের ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ধারণা করা হচ্ছে কোনো এক স্থানে পরিকল্পিতভাবে হত্যার পর ওই ব্যক্তির লাশ এখানে ফেলে রাখা হয়।
বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, বৃহস্পতিবারি দুপুরে আরিফপুর গ্রামের ফসলি জমিতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাদতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠিয়েছে। কিন্তু লাশের পরিচয় পাওয়া যায়নি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com