আশিকুর রহমানঃ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৭ ও ৮ মার্চ ২দিনব্যাপী নারী উন্নয়ন মেলা গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নারী উন্নয়ন মেলার শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম, কৃষি সম্প্রসারন অফিসার মোঃ মজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূর আলম। সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম। উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মনিরা বেগম, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া সদর ইউপির সাবেক মহিলা মেম্বার আসমা আক্তার, দুলালপুর ইউপির সাবেক মহিলা মেম্বার জেসমিন আক্তার, মাকসুদা বেগম, শ্রীমতী সুমি রানী দেব, দর্জি বিজ্ঞান প্রশিক্ষক সৈয়দা সামছুন্নাহার বেগম, বিউটিফিকেশন প্রশিক্ষক তানিয়া আক্তার প্রমুখ।
মেলায় গ্রামীন মহিলা উন্নয়ন সস্থা, প্রত্যাশা মহিলা কল্যাণ সস্থা, আইজিএ প্রকল্পের দর্জি বিজ্ঞান ট্রেড, বিউটি ফিকেশন ট্রেড এবং তথ্য সেবার ষ্টলসহ ৭টি ষ্টলে উপজেলার বিভিন্ন উন্নয়নমুখী নারীরা নিজেদের তৈরী বিভিন্ন আয়বর্ধক পণ্য নিয়ে অংশগ্রহন করে। ষ্টল গুলোতে পিঠা, নকশী কাঁথা, ওয়াল মেট, কুসুম কভার, বালিশ কভার, বিছানার চাঁদর, চটের তৈরি ব্যাগ, ব্লক বাটিক, পুঁতি, বাশ বেতের মুড়া, হাতপাখা, পোষাক সহ বিভিন্ন দৃষ্টিনন্দিত পণ্য রয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com