মো: নাজিম উদ্দিনঃ “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ^ গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলায় নারী উন্নয়ন ফোরাম গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভার আয়োজন করে মুরাদনগর উপজেলা প্রশাসন।
উপজেলা নিবার্হী অফিসার মিতু মরিয়মের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাশেদা আক্তার ও বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের যৌথ স ালনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) রায়হান মেহবুব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীনূর বশির, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) একেএম মনজুর আলম, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ্ মো: ইকবাল মনসুর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা রমেন কুমার সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, প্রাথমিক শিক্ষক সমিতিার সভাপতি রেবেকা সুলতানা, দারোরা ইউপি সদস্য শাহনাজ আক্তার, স্বাস্থকর্মী লাভলি আক্তার, জয়িতা পারুল আক্তার, নারী উদ্যোক্তা সামসিয়া বেগম প্রমুখ। অনুষ্ঠানে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার বিভিন্নস্তরের সহ¯্রাধিক নারী উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com