ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা বুড়িচং উপজেলায় আ’লীগের দু-গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়গ্রুপের ২ জন আহত হয়েছে। এ সময় ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রবিবার (১০ মার্চ) দুপুর আড়াইটায় বুড়িচং উপজেলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগে মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাশেম খান ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আখলাক হায়দারের গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুরের দিকে আ’লীগ মনোনীত প্রার্থী হাশেম খানের নেতাকর্মীরা বাজারে মিছিল বের করে। এ সময় তাদের সাথে স্বতন্ত্র প্রার্থী আখলাক হায়দার গ্রুপের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা হয়। এ সময় উভয়গ্রুপের দুইজন আহত হয়।
বুড়িচং উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com