আশিকুর রহমানঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃষকদের ভিটি বেগুন চাষে সফলতা দেখে মুগ্ধ হলেন আমেরিকার কর্নেল ইউনিভারসিটির ভিটি বেগুন প্রকল্প পরিচালক এনথনি সেলটন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর এলাকায় আধুনিক পদ্ধতিতে কৃষকদের আবাদ করা বেশ কয়েকটি ভিটি বেগুনের জমি পরিদর্শন করেন এই গবেষক। এসময় এনথনি সেলটন, কৃষকদের প্রসংসা করে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই এলাকার কৃষকরা তাদের জমিতে সঠিক সময়ে সুন্দর ভাবে পরিচর্চা করেছে। যার কারনে তাদের জমিতে বেগুনের ফলন ভাল হয়েছে। ভিটি বেগুন চাষ করতে অন্য বেগুনের চেয়ে খরচ অনেক লাগে। তিনি আরো বলেন, ভিটি বেগুন চাষ করে এই এলাকার কৃষকরা অর্থ নৈতিক ভাবে অনেকটাই লাভবান হবে এবং ভবিষ্যতে এই বেগুন চাষে কৃষকদের আগ্রহ ব্যাপক ভাবে ভারবে।
এসময় সাথে ছিলেন কানট্রি প্রজেক্ট পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসাইন, সরেজমিন গবেষনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হায়দার হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম, সহকারী কৃষি সম্প্রসারন অফিসার শাহ আলম, উপ সহকারী কৃষি অফিসার পাবলুছ খান সহ এলাকার কৃষক গণ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com