ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. ওয়াদুদ নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় নম্বরপ্লেটহীন একটি মোটরসাইকেল জব্দ করা।
বৃহস্পতিবার দুপুরে জেলার সদর উপজেলার খেতাসার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক ওয়াদুদ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কনেশতলা গ্রামের মৃত মোছলেম মিয়ার ছেলে।
কোতয়ালি থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, মোটরসাইকেলযোগে পলিথিনে মোড়ানো ৫টি প্যাকেটে ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন ওয়াদুদ। চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে সদর উপজেলার খেতাসার এলাকা থেকে ওই ইয়াবা তাকে আটক করে। এ সময় অপর আরোহী দৌড়ে পালিয়ে যায়। বিকালে গ্রেফতারকৃত ওয়াদুদকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা রয়েছে।
সূত্রঃ ঢাকাটাইমস
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com