কুমিল্লায় “হক ইনন রেস্টুরেন্ট” এর শুভ উদ্বোধন
মারুফ আহমেদঃ বিরতি রেস্টুরেন্ট’র পর এবার “হক ইনন রেস্টুরেন্ট” আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর বিশ^রোড (ঝাগুরঝুলি শংকরপুর) এলাকায় “হক ইনন রেস্টুরেন্ট” বৃহস্পতিবার বিকালে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের ূমাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন হযরত মাওলানা মো. নাজিস ছিদ্দিকী, জৈনপুরী ভারত। এ সময় আমন্ত্রীত অসংখ্য ব্যক্তিবর্গ ইপস্থিত ছিলেন।
উল্লেখ্য ময়নামতি সেনানিবাস এলাকায় হক সুইটস ও মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার কালাকচুয়ায় বিরতি রেস্টুরেন্ট এর সত্তাধীকারী মো. বিল্লাল হেসেন এবার আনুষ্ঠানিক ভাবে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে “হক ইনন রেন্টুরেন্ট” এর শুভ সূটনা করেছেন। রেস্টুরেন্টটির পরিচালনায় আছেন তারই স্বনামধন্য সন্তান সাইফ আহম্মেদ সজিব।