নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, নারীদের পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। শেখ হাসিনার সরকার গত ১০ বছরে নারীদের যে অগ্রগতি ঘটিয়েছেন তা বিগত ৩৫ বছরেও হয় নি। আমাদের নারীরা আজ হিমালয় বিজয় করছে। সুপ্রিম কোটে বিচার করছে। ফুটবল-ক্রিকেট সহ খেলাধুলায় নারীরা এগিয়ে যাচ্ছে। সকল ক্ষেত্রে আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে। টক-শোতে জ্ঞানপাপীরা এসব অগ্রগতির কথা না বলে জাতিকে হতাশার কথা শুনাচ্ছেন। ২০৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সন্তানদের প্রস্তুত করতে হবে।
গতকাল শনিবার সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ আয়োজিত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি এ কথা বলেন ।
হাজী বাহার এমপি আরো বলেন, কুমিল্লাকে এগিয়ে নিতে হলে নারী শিক্ষাকে এগিয়ে নিতে হবে। কুমিল্লা নারী শিক্ষাকে এগিয়ে নিতে অগ্রনী ভূমিকা রেখেছিল কুমিল্লা সরকারি মহিলা কলেজ। মহিলা কলেজের অতীত-ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের দালান-কোটা সহ অবকাঠামো তৈরী করা আমার কাজ আর ভালো ফলাফল দেওয়া শিক্ষক-শিক্ষার্থীর কাজ। আমরা সকলে মিলে কুমিল্লাকে এগিয়ে নিতে হবে।
কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাছের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ, শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল মোতালেব, আয়োজক কমিটির আহবায়ক আজহারুল হক । অনুষ্ঠান স ালনায় ছিলেন রিতা চক্রবতী । আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্বে কলেজের ছাত্রীরা বিভিন্ন পরিবেশনা দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com