মুরাদনগর উত্তর প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী উপলক্ষে র্যালি, স্মৃতি চারণ মূলক আলোচনা সভা ও শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে পূর্ণমিলনী অনুষ্ঠানের আযোজন করে এসএসসির ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থীরা।
বিদ্যালয় পরিচালনা র্পষদের সভাপতি আবুল হাসেম বেগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)।
প্রাক্তন ছাত্র দিদার হোসেন খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, দূর্যোগ ও ত্রণ মন্ত্রনালয়ের উপ-সচিব ড. আতিকুল ইসলাম রিপন, বুয়েটের তরিত ও ইলেক্টটনিক কৌশল বিভাগের সহকারি অধ্যাপক ড. ফোরকান উদ্দিন, শ্রীকাইল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, কুমিল্লা বারের সাবেক সহ সম্পাদক এ কে আজাদ তমাল প্রমূখ।
বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষক ও ১৯৯৪ সালে প্রয়াত শিক্ষার্থীদের পরিবারের মাঝে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত প্রয়াত শিক্ষকগণ হলেন, ছদর উদ্দিন, মুকন্দ বিহারী রায়,কমলাকান্ত রায়, আব্দুস সোবহান, হোসাইন আহমেদ, আব্দুল হালিম, অন্যান্য শিক্ষকরা হলেন- মোসলেহ উদ্দিন আহম্মদ, কেরামত আলী, খোরশেদ আলম, পরেশ চন্দ্র পাল, ইউনুছ মিয়া, আব্দুর রহিম, বসনা সরকার, নজরুল ইসলাম, নুরুল ইসলাম, আবু সালেহ খসরু, নজরুল ইসলাম ও ছাদেকুর রহমান, চতুর্থ শ্রেনীর কর্মচারী প্রয়াত কালিপদ চক্রবর্তী, মৃতঃ রাবেয়া বেগম, মোঃ সোসলেম মিয়া, শচিন চন্দ্র দাস ও আব্দুল হক প্রমূখ। এছাড়াও ৯৪ ব্যাচের অকাল প্রয়াত মোঃ মহিউদ্দিন এবং কেনু মিয়ার পরিবারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে এক প্রাপ্তন শিক্ষার্থী ও অতিথি এবং শিক্ষকদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com