আশিকুর রহমানঃ শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা ধরে রেখে মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা ও সাজা পরোয়ানা তামিল সহ পুলিশিং কার্যক্রমে আবারো কুমিল্লা জেলার মধ্যে ব্রাহ্মণপাড়া থানা জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ মার্চ (সোমবার) কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভায় গত ফেব্রুয়ারি মাসে মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা ও সাজা পরোয়ানা তামিল সহ পুলিশিং কার্যক্রম ব্রাহ্মণপাড়া থানা জেলার শ্রেষ্ঠ থান নির্বাচিত হয়। এ ছাড়াও সভায় মাদকদ্রব্য উদ্ধারে ব্রাহ্মণপাড়া থানার এসআই যুযুৎসু যশ চাকমা ও এএস আই গিয়াস উদ্দিনকে শ্রেষ্ঠ নির্বাচিত হয়। সভায় কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এর নিকট হতে সম্মাননা স্মারক গ্রহণ করেন ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির।
এই ব্যাপারে অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির জানান, ব্রাহ্মণপাড়া থানার সকল অফিসার ও সকল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এই সফলতা অর্জন হয়েছে। এসময় তিনি, থানার সকল অফিসার ও সদস্যদের ধন্যবাদ এবং উপজেলাবাসীকে অভিনন্দন জানান।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com