লিটন সরকার বাদলঃ কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, ছেলেমেয়েদের মেধার বিকাশে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চাও প্রয়োজন। খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ রাখবে। আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়ার মাধ্যমে তারা মননশীল ও সুনাগরিক হয়ে গড়ে উঠবে।
২০ মার্চ ১৯ ইং, কুমিল্লার দাউদকান্দির শ্রীরায়েরচর সিরাজুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বন্যা আশ্রয় কেন্দ্র ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বেগম মাহমুদা ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), পদুয়া ইউপি চেয়ারম্যান মনির হোসেন সরকার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম নয়ন।
নৃত্য, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com