লিটন সরকার বাদলঃ ২৫ মার্চ ১৯ দাউদকান্দি উপজেলায় গাজাসহ বাংলাদেশ প্রতিনিয়ত ও বিশ্ব মিডিয়ার স্টাফ রিপোর্টার পরিচয়পত্র ২ টি আইডি কার্ডসহ আরিফ হোসেন নামে একজন ভূয়া সাংবাদিকে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এএসআই প্রদীপ দাশ গাজাসহ গ্রেফতার করে।
এসআই/গোলাম কিবরিয়া এবং এ এস আই/প্রদীপ দাশ জানান, সংগীয় ফোর্স সহ ২৪/০৩/২০১৯ ইং তারিখ সন্ধা ০৭.৩৫ ঘটিকার সময় দাউদকান্দি মডেল থানাধীন দৌলতপুর ইউপিয়স্ত কানাচোয়া জিসানুল উলুম হেফজুল কোরআন মাদ্রাসার পশ্চিম পাশে নদীর পাড় থেকে ধৃত আসামী মোঃ আরিফ হোসেন (৩১) পিতা-মোঃসফিউল্লাহ সাং-সাদার দিয়া থানা-দাউদকান্দি জেলা-কুমিল্লাকে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করে।বর্নিত আসামীর বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানার মামলা নং-২৩(০৩)২০১৯ ইং রুজু হয়। প্রকাশ থাকে যে,ধৃত আসামী সাংবাদিকের পরিচয় দিয়া বিভিন্ন অপকর্মের সহিত জড়িত আছে।ডি এম পি এর শাহবাগ ও নিউমার্কট থানায় ০২টি চুরির মামলা,রূপনগর থানায় ০১টি ডাকাতি প্রস্তুতি ও মতলব দক্ষিণ থানায় ০১টি দস্যুতা এবং খিলগাঁও থানায় ০১টি চোলাই মদের মামলা রয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com