হালিম সৈকতঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তিতাসে তৈরি হচ্ছে ধু¤্রজাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নগ্ন খেলা। গুজব আর গুজব। ফেইক ও ভূয়া আইডি ব্যবহার করে চলছে মানুষের চরিত্র হননের কাজ। আইডি হ্যাক করে তথ্য চুরি করার পায়তারায় লিপ্ত একদল লোক।
যেমন গত কয়েক দিন আগে রাতে ফেইক আইডির মাধ্যমে বলা হলো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (তালা মার্কা) প্রার্থী মো. সাইফুল আলম মুরাদকে গ্রেফতার করা হয়েছে। বলা হলো মুরাদ অস্ত্রসহ হোমনা থানায় গ্রেফতার কিন্তু থানায় গিয়ে দেখা গেল মুরাদ নয়, মুরাদের গ্যানম্যান। তবে তার অস্ত্রের লাইসেন্স আছে কিন্তু সে স্থানীয় প্রশাসনকে অবগত করে নাই। সেজন্যই তাকে আটক করা হয়েছে। কিন্তু অপ প্রচার চলল মুরাদ গ্রেফতার। এটা কি ধরনের অপ প্রচার। একজন ভালো মানুষকে ক্রিমিনাল আর একজন ক্রিমিনালকে ভালো মানুষ সাজানো ফেইসবুক ব্যবহারকারী কিছু মানুষের কাজ। এটা গর্হিত কাজ।
শুক্রবার দেখা গেল ফেইক আইডির মাধ্যমে ফেইসবুকে গুজব ছড়ানো হলো যে. পারভেজ হোসেন সরকারের ঘর থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছবি দেয়া হয়েছে অন্য একটি এলাকার । আবার বলা হলো পারভেজ সরকার হার্ট অ্যাটাক করে মারা গেছেন। কিন্তু তখন পর্যন্ত সাংবাদিকরা পারভেজ সরকারের পাশে বসা। তিনি সাংবাদিকদের বললেন, দেখেন ভাই, আপনারই তো এখানে বসা। কোথায় পুলিশ আসল এবং অস্ত্র উদ্ধার করল? আর আমাকে মেরে ফেলা হলো। কিন্তু আমি তো আল্লাহর রহমতে বেঁচে আছি। তাৎক্ষণিক তিনি সাংবাদিক সমম্মেলন করেন এবং বলেন, এই গুজবে কান দিবেন না। মানুষ পরিবর্তন চায়। সন্ত্রাস আর মাদক কারবারীদের দেখতে চায় না। এই সব অপ প্রচার করে কোন লাভ হবে না। কারণ সাধারণ মানুষ জেগে ওঠেছে। তারা প্রতিবাদ করতে শিখেছে।
অন্যদিকে নৌকার মনোননীত প্রার্থী শাহিনুল ইসলাম সোহেল সিকদার সম্পর্কে ফেইসবুকে গুজব ছড়ানো হয়, তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বাস্তবে তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত। তাকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি। অথচ ফেইসবুকের মাধ্যমে তাকে জেলে ঢুকিয়ে দেয়া হলো। তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তাকে এভাবে হেয় করা ঠিক নয়। কারণ মুক্তিযোদ্ধারা কালের শ্রেষ্ঠ সন্তান। তাদের কারণেই আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে পারছি। সোহেল সিকদারকে নিয়ে যে বা যারা অপ প্রচারে লিপ্ত তিনি তাদেরকে সাবধান করেছেন। এবং তাঁর অতীত ভূল ত্রুটির জন্য সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন। এবং একটি বার সুযোগ চান জনগণের সেবা করার। নৌকা মার্কায় ভোট চান।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com