মো.জাকির হোসেনঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকায় শনিবার বেলা ১১ টায় আল-বারাকা নামের একটি বাস চাপায় শরিফা আক্তার বৃষ্টি (১৮) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, মহাসড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের আলেখারচর মোড়ে ঢাকাগামী অংশে গতকাল শনিবার বেলা ১১ টায় আল-বারাকা পরিবহনের একটি বাস পথচারী শরিফা আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি থামিয়ে চালক ও সহকারী পালিয়ে যায়। নিহত শরিফা ময়মনসিংহের নান্দাইল উপজেলার শরিফুল ইসলামের কন্যা।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ঘাতক বাসটি আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com