নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা গোমতী নদীর পাড়ে নির্মিত হচ্ছে বিকল্প ফুটবল ও ক্রিকেট মাঠ। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার ও কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের বিশেষ উদ্যোগে ফুটবল ও ক্রিকেট মাঠ এবং ওই স্থানে ক্রীড়া পল্লী তৈরী করা হবে।
শনিবার (৩০ মার্চ) দুপুরে এ বিকল্প মাঠ তৈরীর জন্য গোমতী নদীর শুভপুর এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার ও কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা অনুপম বড়–য়া, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশরাফুল করিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
কুমিল্লায় স্টেডিয়ামের বাইরে নিয়মিত খেলাধুলা ও অনুশীলনের জন্য বিকল্প মাঠ না থাকায় এ সিন্ধান্ত নেয়া হয়েছে। যেখানে সারা বছর স্কুল ক্রিকেট, স্কুল ফুটবল, হকি, ভলিবল ও হাডুডুসহ সকল খেলাধুলা জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে নিয়মিত বাস্তবায়ন করা হবে। মাঠ পরিদর্শন শেষে ওই জায়গায় অবকাঠামোগত উন্নয়নের ঘোষনা দেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com