ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পোলিং এজেন্টসহ দুইজন আহত হয়েছেন। এই ঘটনার পর বারেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘কেন্দ্র দখলের চেষ্টায় আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আবুল হাশেম এবং বিদ্রোহী প্রার্থী আখলাক হায়দার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় এক পোলিং এজেন্টসহ দুইজন আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়ে।’
বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান বলেন, ‘বারেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। ওই কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পোলিং এজেন্টসহ দুই জন আহত হয়।’
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com