ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা ইপিজেডের এন আর স্পিনিং মিলে লাগা আগুন ৬ ঘণ্টায়ও নেভানো সম্ভব হয়নি। রাত ১০টা থেকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করলেও সর্বশেষ ১০টি ইউনিট একযোগে কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাত সাড়ে ৩টায় কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, ফ্যাক্টরিটির কাঠামো লোহার হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীদের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। তবে রাতের অন্ধকারে আগুন নেভানোর কাজ করতে সমস্যা হচ্ছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা আরো দ্রুত আগুন নিবার্পণ কাজ করতে পারবে। তবে কতক্ষণ নাগাদ আগুন নেভানো সম্ভব তা তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি।
এ ছাড়াও তিনি আশ্বস্ত করে আরো বলেন, এই ফ্যাক্টরি থেকে অন্যত্র আগুন ছড়ানোর সম্ভাবনা নেই। এর আগে কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানান তারা।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com