নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সুর-সঙ্গীত, আলোচনা ও আপনজন সম্মাননার মধ্যদিয়ে কুমিল্লা প্রেসক্লাবে বরণ করে নেয়া হয় বাঙলা নববর্ষ ১৪২৬ কে। বাঙলা নববর্ষ অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সদস্য ও তাদের পরিবারের সদস্যবৃন্দ অংশ নেয়।
অনুষ্ঠানের শুরুতে কুমিল্লার শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। পরে আলোচনা পর্বে বক্তব্য রাখেন, কুমিল্লা কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাদিক হোসেন মামুন, সহ-সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, সদস্য হাবিব জালাল, সৈয়দ আহাম্মদ লাভলু, সদস্য মারুফ আহাম্মেদ কল্প, খন্দকার আলে এমরান হোসেন, সুমন কবির, সাইফুল ইসলাম সুমন, আনোয়ার হোসাইন প্রেকাশনা সম্পাদক সোহরাব সুমন ।
অনুষ্ঠান পরিচালনা করেন চন্দন দাস।
বর্ষবরণ অনুষ্ঠানে সাংবাদিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো প্রধান আবুল খায়ের ও এসএ টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসাকে সম্মাননা তুলে দেন সাংবাদিক ইয়াছমিন রিমা।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com