ডেস্ক রিপোর্টঃ ফেনীর নিহত নুসরাতের পরিবারের মতো প্রধানমন্ত্রীর সাথে দেখা করার আকুতি জানিয়েছেন তনুর মা আনোয়ারা বেগম। তার বিশ্বাস প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারলে তিনি মেয়ের হত্যার বিচার পাবেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার তিন বছরেও হত্যাকারীরা শনাক্ত হয়নি, নেই মামলার উল্লেখযোগ্য কোন অগ্রগতি।
গণজাগরণ মঞ্চ- কুমিল্লার মুখপাত্র খায়রুল আনাম রায়হান বলেন, তনু হত্যা মামলাটির তদন্তে সিআইডি ব্যর্থতার পরিচয় দিয়েছে। যা খুবই দুঃখজনক।
তনুর মা আনোয়ারা বেগম বলেন, ফেনীর নুসরাতের হত্যাকারীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে গ্রেফতার হয়েছে, তাদের বিচারও হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে মেয়ের হত্যার বিচার চাওয়ার সুযোগ পেলে অন্তরে শান্তি পেতাম। তনুর বাবা এবং আমি খুব অসুস্থ। মৃত্যুর আগে মেয়ের হত্যাকাণ্ডে বিচার দেখে যেতে চাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ বলেন, আমরা কাজ করে যাচ্ছি। ডিএনএ পরীক্ষা এবং ম্যাচিং করার বিষয়টি সময় সাপেক্ষ। ডিএনএ ম্যাচিংয়ের কাজ চলছে।
সূত্রঃ বিডি প্রতিদিন
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com