কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৩-১৪ সেশনের মেধাবী শিক্ষার্থী নকিব আহমেদ ভূঁইয়ার বাবা নজির আহমেদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য পনের লাখ টাকা প্রয়োজন।
জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নকিব আহমেদ ভূঁইয়া। তার বাড়ি কসবা উপজেলার মনিয়ন্দ গ্রামে। তার বাবা ঢাকা স্টক এক্সেঞ্জ এ চাকরি করতেন। কিন্তু বর্তমানে শারীরিক ভাবে অসুস্থ থাকার কারণে চাকরি ছেড়ে দিতে হয়েছে। এমতাবস্থায় তার পক্ষে ১৫ লাখ টাকা সংগ্রহ করা সম্ভব না।
এদিকে নকিব এখনো তার পড়াশুনা শেষ করতে পারেনি। হঠাৎ তার মাথার উপরে অনেকগুলি টাকার চাপ পড়ায় সেও দিশেহারা। নকিব বলেন, আজ আমার বাবা মরণব্যাধীতে আক্রান্ত। কিন্তু আমি তার ছেলে হয়ে কিছু করতে পারছিনা। তিনি বলেন, সমাজের দানশীল ব্যক্তিরা এগিয়ে আসলে আমার বাবাকে বাঁচাতে পারবো।
সাহায্য পাঠানোর ঠিকানা
বিকাশ নাম্বারঃ ০১৫১৬-৭১১৪৫৬
রকেটঃ০১৫২১২৩১০১৯০
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com