ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় দাউদকান্দিতে স্ত্রীর অত্যাচারে সাইফুল ইসলাম (৩০) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার সুন্দলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলামের মা ফাতেমা বেগম জানান, সাইফুল ইসলামের স্ত্রী প্রায়ই তার ওপর নির্যাতন চালাতেন। নির্যাতন থেকে রেহাই পেতে থানা-পুলিশের কাছেও অভিযোগ করেছিলেন সাইফুল। এর জেরে গত বুধবার বিকেলে সাইফুল ইসলাম বাড়ির পাশে বিষপান করেন। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার ছেলে মারা যায় বলে জানান তিনি। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সাইফুল ইসলামের স্ত্রী।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com