ডেস্ক রিপোর্টঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ, এদেশের মানুষ ভ্রাতৃপ্রতিম মানুষ, এদেশে কোন মসজিদ মন্দির গীর্জায় কোন অপ্রীতকর ঘটনা ঘটবে না। আজকে দেশের উন্নয়নে, দেশকে জঙ্গিবাদ মুক্ত রাখতে জনতা ও আইন শৃংখলা বাহিনী একত্রে কাজ করছে।
রোববার বিকেলে কুমিল্লার চান্দিনায় নব নির্মিত থানা ভবন উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীলংকায় সন্ত্রাসী হামলা প্রসঙ্গে বলেন, যেকোন পরিস্থিত মোকাবিলায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে, আমরা মনে করি আমাদের দেশের জনগন এ ধরনের সন্ত্রাসী হামলা ও ধ্বংসাত্মক কর্মকান্ডকে বিশ্বাস করেনা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দিনার সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম,বার পিপিএমসহ কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
পরে মন্ত্রী চান্দিনা মহিলা কলেজে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। ওই সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের উন্নয়ন অগ্রগতি ও দেশপ্রেম বাংলাদেশকে বিশ্বে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com