ডেস্ক রিপোর্টঃ পঞ্চম বারের মত উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে দলীয় প্রতীকে চুড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। চতুর্থ ধাপে গত ৩১ মার্চ বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন ঘোষনা করা হয়েছে। কিন্তু বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে মামলা গড়া। গত ২৮শে মার্চ (বৃহস্প্রতিবার) মাননীয় হাইকোর্টের নির্দেশনায় বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন।
গতকাল (রবিবার) ২১শে এপ্রিল বরুড়া উপজেলা নির্বাচন সংক্রান্ত মাননীয় হাইকোর্ট নির্দেশনায় অনুযায়ী আগামি ৫মে ২০১৯ তারিখে ভোটের দিন ধার্য করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠান করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
এ বিষয়ে ব্যবস্থা নিতে অতিরিক্ত জেলা প্রশাসক (কুমিল্লা) ও রিটার্নিং অফিসারকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com