ডেস্ক রিপোর্টঃ চিকিৎসকের সামনে রোগী বসা। চিকিৎসক প্রেসকিপশন লিখছেন, সাথে চেম্বারে লাগানো টিভিতে দেখছেন ভারতীয় টিভি সিরিয়াল।
কুমিল্লা সিডি প্যাথ হসপিটালে অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের চেম্বারের এমন একটি ভিডিও এখন ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে।
ওই ভিডিওর সঙ্গে লেখা রয়েছে-‘কুমিল্লা শহরের একজন নামকরা কার্ডিওলোজিস্ট অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ। আল্লাহ দিলে রোগীরও অভাব নাই। তবে উনার সেবা করার মেন্টালিটির অভাব আছে।কুমিল্লা সিডি প্যাথ হসপিটালে চেম্বার। রোগী দেখে প্রতিদিন ৩ ঘন্টা, ভিজিট ১০০০ টাকা। উনার রুমের মধ্যে, উনার ডেস্ক এর সামনে দেয়ালে খুব সুন্দর করে একটি টিভি লাগানো আছে। যার মধ্যে সারাক্ষনই চলতে থাকে ভারতীয় টিভি সিরিয়াল, জি টিভি নাহয় স্টার জলসা।উনার চিকিৎসা কেমন সেটা নিয়ে আমি বলছি না বা টিভি দেখতেও না করছি না,তবে এই তিনঘন্টা এত রোগী দেখার সময়েও যদি উনি কোন সিরিয়াল মিস না করেন, তাহলে রোগীরা কেমন সেবা পায় সেটা নিয়ে আমার সন্দেহ আছে।'
পোস্টে আরও লেখা ছিল, 'আমি গতকাল আমার বোনকে নিয়ে উনার কাছে গেছিলাম। বোনের নামটা তিনবার বলা লাগছে, কারণ উনার সম্পুর্ণ মনোযোগ টিভিতে ছিল। এমনকি প্রেসক্রিপশন পেপারেও নামটা তিনবার ঠিক করে শেষে কেটে চতুর্থ বার লিখতে হয়েছে উনার। একটু লিখে টিভির দিকে তাকায় আবার লিখে আবার টিভির দিকে তাকায়, রোগীকেও এতটা সময় দিল না যতটা টিভির পর্দায় দেখলো,এটা কাম্য ছিল না,এত বড় মাপের একজন ডাক্তারের কাছে। এরপর গেলাম টেস্ট করানোর জন্য। রিপোর্ট দিতে যা সময় নিলো, আমাকে বলা হলো এই কাজ অই কাজ সময় লাগবে, আমি ভিতরে গিয়ে দেখি ওরাও আমার মত তামিল মুভির ফ্যান। এরপর রিপোর্ট দেখাতে আবার গেলাম অই ডাক্তারের চেম্বারে, সেই একি চিত্র। এবার সহ্য করতে না পেরে নিজেই চিত্রধারণ করে এনেছি আমার মুঠোফোনে....'
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com