ডেস্ক রিপোর্টঃ ছুরিকাঘাতে কুমিল্লা মডার্ন হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মোন্তাহিন ইসলাম মিরণ মিরন হত্যার ঘটনার মামলার প্রধান দুই আসামী মোঃ আমিন ও মোঃ সৌরভ হোসেন পল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের হালিশহর থেকে তাদের গ্রেপ্তার করে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া মো: আমিন ফজিলাতুন্নেছা মডার্ন হাই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র এবং সৌরভ হোসেন পল্টু একই বয়সী স্কুল থেকে ঝরে পরা কিশোর। মো: আমিন কুমিল্লার মুরাদনগরের পালাসুতা গ্রামের নোয়াব মিয়ার ছেলে। আর সৌরভ হোসেন পল্টু কুমিল্লা শহরের ঠাকুরপাড়ার আলমগীর হোসেনের ছেলে। পুলিশ এই দুইজনকে গ্রেপ্তারের পর তাদের ছোরা সরবরাহ করা নিপুকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া জানান, শবে বরাতে রাতে মিরনকে ছুরিকাঘাত করে হত্যার পর আমিন, পল্টুসহ এই মামলার অন্যান্য আসামীরা পলাতক ছিলো। ঘটনার পর থেকে পুলিশ অভিযান চালিয়ে এই হত্যাকান্ডের সাথে জড়িত তুষার আহমেদ রিয়াদ নামে এক কিশোরকে গ্রেপ্তার করে। পরে গোপন সংবাদেরে ভিত্তিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আমিন ও পল্টুকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা মিরন হত্যার কথা স্বীকার করেছে। কিছু দিন পূর্বে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে মিরনের বন্ধু আবিরের সাথে “বড় ভাই ছোট ভাই” সম্বোধন নিয়ে আমিন ও পল্টুর কথা কাটাকাটির জেরেই এই হত্যাকান্ড।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com