সদর দক্ষিণ প্রতিনিধিঃ শনিবার সকাল ১১টা হতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগর কর্তৃক একদিন ব্যাপি তরবিয়্যতি ইজ্তেমা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রিয় মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান। জমিয়তের কুমিল্লা মহানগর সভাপতি শায়খুল হাদীস মুফতি মুনীরুল হক কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম মহাসচিব ড. মাওলানা মো: গোলাম মহিউদ্দিন ইকরাম,মাওলানা আব্দুল মালেক চৌধুরী,মাওলানা জাকির হোসেন খান,মাওলানা খলিলুর রহমান,মাওলানা নাঈমুদ্দীন শামছী প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহানগর সহ সভাপতি মাওলানা সারোয়ার আলম ভূইয়া, জেলা সহ সভাপতি মাওলানা নজির আহমদ,মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আমিনুল ইসলাম শফি, মহানগর অর্থ বিষয়ক সম্পাদক মাওরানা জসীমুদ্দীন বিজয়পুরী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান জিহাদী আল মাদানী। প্রধান অতিথি সহ সকল বক্তাগণ উলামায়ে দেওবন্দের ইতিহাস সহ দেশের বিভিন্ন সমস্যা গুলো উপস্থাপন করে তা হতে পবিত্রানের প্রতি দিক নির্দেশনা দিয়েছেন। সাথে সাথে জমিয়তের উলামায়ে ইসলামের কাজ ও কর্মসূচি কে বাংলার জমিনে আরো বেগবান করার প্রতি সকল উম্মতে মুসল্লিমাহকে আহবান জানিয়েছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com