মাহদী হাসানঃ কুমিল্লা নগরীর ঝাউতলা ও পুলিশ লাইন এলাকায় আজ সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্বদেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।
এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে নগরীর ঝাউতলায় মুন হসপিটালের বিপরীতে অবস্থিত আদিবা ফুডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ৫,০০০ টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করায় ফয়সাল ফার্মেসীকে ৩৭ ও ৫১ ধারায় ১০,০০০ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে পুলিশ লাইন্স এলাকার হোটেল আল শাহরিয়ারকে ৪৩ ধারায় ৪,০০০ টাকাসহ তিন প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১৯,০০০ টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।
কুমিল্লা জেলা কার্যালয় এই কর্মকর্তা বলেন, জনস্বার্থে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com