নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা টাউনহলে মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, সকল শ্রমিকরা আজ দেশের উন্নয়নে সমান অংশীদার। ‘দুনিয়ার মজদুর এক হও’ মে দিবসের এই স্লোগান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এমপি বাহার বলেন, বাংলাদেশের সকল শ্রমিকরা আজ নিরাপদ, শ্রমিকরা তাদের কর্মের মূল্যায়ন ও সঠিক পারিশ্রমিক পাচ্ছে। সকল কারখানায় নিরাপদ হয়েছে শ্রমিকদের কর্মপরিবেশ।
এ ছাড়াও শ্রমিকদের অধিকার আদায় ও ন্যয্য মজুরীর দাবী নিয়ে কুমিল্লায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালন করা হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকদের সমাবেশের মধ্যদিয়ে একটি র্যালী বের করা হয়। কুমিল্লা জেলা প্রশাসন, আ লিক শ্রম দপ্তর, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে মে দিবস পালন করা হয়। এবারের মহান মে দিবসে তাৎপর্য ছিল মালিক শ্রমিক ঐক্যগড়ি ,উন্নয়নের শপথ করি। কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সৈয়দ মোঃ নুরুল ইসলাম, জেলা শ্রম অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com