ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা শিক্ষাবোর্ডর আওতাধীন নোয়াখালি, ফেনী , চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া কে পেছনে ফেলে জিপিএ ৫ প্রাপ্তিতে শীর্ষে রয়েছে কুমিল্লার ৫ টি প্রতিষ্ঠান।
এর মধ্যে ৪২৬টি জিপিএ ৫ পেয়ে প্রথম স্থান রয়েছে কুমিল্লা মর্ডান হাই স্কুল , এ স্কুলে মোট পরীক্ষার্থী ছিল ১১ শ ৪৮ জন. পাশ করেছে ১১ শ ২৭ জন।
কুমিল্লা জিলা স্কুল দ্বিতীয় অবস্থানে। জিপিএ ৫ পেয়ে ৩৩৯টি. মোট পরীক্ষার্থী ৩৭৩ জন, শত ভাগ পাশ।
তৃতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ৩৭৮ জন পরিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৭৮ জন। মোট জিপিএ ২৮৮ জন।
চতুর্থ অবস্থানে রয়েছে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ। এই স্কুলে মোট পরীক্ষার্থী ছিল ১১০৫ জন, পাশ করেছে ১০৮৯ জন। জিপি ৫ পেয়েছে ২৭৯ জন।
পঞ্চম অবস্থানে রয়েছে কুমিল্লার ইস্পাহানী স্কুল এণ্ড কলেজ। মোট পরীক্ষার্থী ছিল ২৯৮ জন। জিপিএ ৫ পেয়েছে ২৪৭ জন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com