আশিকুর রহমানঃ মেয়াদ উত্তীর্ন ঔষুধ বিক্রয় এবং ইফতারের জন্য তৈরী খাবারে রং, ক্যামিকাল ও নোঙ্গরা পরিবেশে খাবার তৈরী এবং খোলা পরিবেশে খাবার বিক্রয়ের অভিযোগে ভোক্তার অধিকার আইনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর বাজারে ও নাল্লা দোকানঘর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে একটি ঔষুধ ফার্মেসী ও ২ টি হোটেল মালিক কে নগদ অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ৯ মে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে, ইফতারের জন্য তৈরী খাবারে রং, ক্যামিকাল ও নোঙ্গরা পরিবেশে খাবার তৈরী এবং খোলা পরিবেশে খাবার বিক্রয়ের অভিযোগে উপজেলার দুলালপুর বাজার ও নাল্লা দোকানঘর এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা ভ্রাম্যমান আদলতের অভিযান পরিচালনা করেন। এসময় ভোক্তা অধিকার আইনে নাল্লা দোকানঘর এলাকার হোটেল ব্যবসায়ী সুমন মিয়াকে ২ হাজার, একই বাজারের হোটেল ব্যবসায়ী জসিম উদ্দিনকে ২ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ন ঔষুধ বিক্রয়ের দায়ে দুলালপুর বাজারের ঔষুধ ফার্মেসী ব্যবসায়ী হোসেন সরকার কে ২ হাজার টাকা সহ মোট ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় সাথে ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর পারভীন সুলতানা এবং ব্রাহ্মণপাড়া থানার এস আই তীথংকর চন্দ্র দাস নেতৃত্বে পুলিশের একটি দল।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com