নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়ার সোনাপুর এলাকায় নকল টেং তৈরীর কারখানায় র্যাবের ঝটিকা অভিযান। কুমিল্লা র্যাব-১১ সিপিস -২ এর নিজস্ব গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র্যাব এর এক্সপার্ট টিমের এ অভিযানে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতিকর কেমিক্যাল, মানব দেহের ক্ষতিকারক রং, স্যাকারিন, বিষাক্ত নকল শরবতের পাউডার টেং ধ্বংস করা হয়।
‘ভেজাল বিরোধী অভিযান প্রতিদিন নিয়মিত চলবে কুমিল্লার বিভিন্ন এলাকায়’ বললেন র্যাব ১১ সিপিসি-২ ভারপ্রাপ্ত কমান্ডার প্রণব কুমার। অভিযানে সহায়তা করেন কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম এবং জেলা স্যানিটেশন কর্মকর্তা অমলেন্দু ডান্ডারী।
এসময় বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার আইনে নামহীন নকল কারখানাটিকে ৫০হাজার টাকা নগত জরিমানা এবং অবৈধভাবে তৈরি কারখানাটিকে অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com