আশিকুর রহমানঃ কুমিল্লা ব্রাহ্মণপাড়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৮ মে শনিবার মাতৃ মিষ্টান্ন ভান্ডারকে ওজনে কারচুপি প্রতি প্যাকেট মিষ্টিতে তিনটি করে কম এবং খালি মিষ্টির প্যাকেট ওজন ১২৫ গ্রাম যা তিনটি মিষ্টির সমান হওয়ায় নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গত সপ্তাহের অভিযানে কলার দাম নির্ধারণ করে দেয়ার পরও অতিরিক্ত দামে কলা বিক্রি অভিযোগে মোঃ জুলুস কে ১ হাজার টাকা, মোঃ সোহেল কে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং সবাইকে পুনরায় সতর্ক করা হয় দাম নির্ধারিত মুল্য বিক্রি করার জন্য ।
আদালতের আদেশ অমান্য করে ব্রাহ্মণপাড়া বাজার সংলগ্ন একটি প্লাস্টিকের দোকানের মালিক আব্দুল মান্নান পথচারীদের হাঁটার রাস্তা বন্ধ করে দোকানের মালামাল রাখায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। এসময় সাথে ছিলেন এস আই তীথংকর দাস সহ পুলিশের একটি দল।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com